20134

05/03/2025 নাইজেরিয়ায় দ্বন্দ্ব মেটাতে গিয়ে ১৬ সেনা নিহত

নাইজেরিয়ায় দ্বন্দ্ব মেটাতে গিয়ে ১৬ সেনা নিহত

রাজ টাইমস ডেস্ক :

১৭ মার্চ ২০২৪ ১২:৩৭

নাইজেরিয়ায় সম্প্রদায়গত দ্বন্দ্ব মোকাবিলা করতে গিয়ে ১৬ সেনাসদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় রাজ্য ডেলটার বোমাদি অঞ্চলে এ ঘটনা ঘটে।

এক বিবৃতিতে নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল টুকুর গুসাউ জানিয়েছেন, গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ওই দলের নেতৃত্বে থাকা কমান্ডিং অফিসার, দুজন মেজর, একজন ক্যাপ্টেন ও ১২ জন সৈনিক রয়েছেন।

বিবৃতিতে বলা হয়, বোমাদির ওকুমা সম্প্রদায়ের মধ্যে চলা সংঘাত মোকাবিলায় ওই সেনাদল গিয়েছিল। সেখানে তাদের ওপর হামলা হয়। ঘটনাটির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে তাৎক্ষণিক নির্দেশ দেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]