20280

04/30/2025 বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজটাইমস ডেস্ক:

২১ মার্চ ২০২৪ ২১:০৪

বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র সামছুদ্দীন শেখ হেলালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জারি করেছেন আদালত। বুধবার (২০ মার্চ) বিকেলে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী এই আদেশ দেন।

সামছুদ্দীন মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এবং বগুড়া শহরের চকসূত্রাপুর শহীদ বেলু রোডের বাসিন্দা।

জ্ঞাত আয় বহির্ভূত ৯ কোটি ৭০ লাখ ৩১ হাজার ৫৯ টাকা ৫৯ পয়সার সম্পদ অর্জনের অভিযোগ দায়ের করা মামলায় এ আদেশ আসে। দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলটি দায়ের করে।

জানা গেছে, আসামি সামছুদ্দীন শেখ আদালতে হাজির না হয়ে তার আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করলে সিনিয়র স্পেশাল জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী শুনানি শেষে তা নামঞ্জুর করেন। দুদকের স্পেশাল পিপি এস এম আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের তৎকালীন উপপরিচালক মো. মনিরুজ্জামন বাদী হয়ে মামলাটি করেন। তদন্তে এর সত্যতা মিলেছে বলেও জানা গেছে

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]