20298

09/22/2025 বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

রাজটাইমস ডেস্ক:

২২ মার্চ ২০২৪ ১৬:৩৪

ঈদের বাকি আছে আরও বেশকিছু দিন। এর আগেই ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকাল থেকে রাজধানী বিভিন্ন কাউন্টারে বাসের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে।

শুক্রবার (২২ মার্চ) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, রাজধানীর সব বাস কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। একই সঙ্গে যাত্রীরা অনলাইনের মাধ্যমে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।

অতিরিক্ত ভাড়ার বিষয়ে তিনি বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সবাইকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে অনলাইনে টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান ‘বাসবিডি ডটকম ডট বিডি’ এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট আজ থেকে অনলাইনের মাধ্যমে প্রদান করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]