20399

05/08/2024 ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

রাজটাইমস ডেস্ক:

২৭ মার্চ ২০২৪ ০২:৪৮

পাবনার ঈশ্বরদীতে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রেন দুটি দুমড়েমুচড়ে যায়। মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন রেলগেটে এই দুর্ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেলবাহী একটি ট্রেন খুলনা যাচ্ছিল। এটি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন পার হয়ে ঈশ্বরদী রেলগেট এলাকায় পৌঁছালে অপর একটি মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেন দুটির ইঞ্জিন ও একটি বগি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনা ঘটার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

এ বিষয়ে পাকশী রেলওয়ের ডিআরএম শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, ‘পার্বতীপুর থেকে তেলবাহী ট্রেনটি খুলনা যাচ্ছিল।ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়া মাত্রই অপর একটি মালবাহী ট্রেন সানটিং করার সময় ঈশ্বরদী জংশন স্টেশন সংলগ্ন রেলগেট এলাকায় দুর্ঘটনায় পড়ে। এতে উভয় ট্রেন‌ই ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে ঈশ্বরদী-ভেড়ামারা ,কুষ্টিয়া-যশোর লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে।’

ট্রেনে ১৪ হাজার টিকিট কিনতে ৯৫ লাখ হিট
উদ্ধারকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলেও জানান এ কর্মকর্তা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]