20619

05/17/2024 স্থবির জনজীবন; বাতাসে আগুনের হল্কা

স্থবির জনজীবন; বাতাসে আগুনের হল্কা

নিজস্ব প্রতিবেদক

৫ এপ্রিল ২০২৪ ১৮:০২

রাজশাহীর বাতাসে যেন আগুনের হল্কা বইছে। রমজান মাসে কাঠফাটা রোদ ও গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। স্থবির হয়ে পড়েছে জন জীবন। এদিকে হিট অ্যালার্ট থেকে নিরাপদে থাকার জন্য নগরীতে মাইকিং করা হয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, রাজশাহী জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। শুক্রবার বিকেল ৩ টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস । এর আগে বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিলো।

যা চলতি বছরের সর্বোচ্চ। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক গাউসুজ্জামান জামান বলেন, রাজশাহী অঞ্চলে মৃদু তাপপ্রবাহ আরও কয়েক দিন থাকতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে। এছাড়া রাতের তাপমাত্রাও কিছুটা কমতে পারে। তবে এ কয়েক দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এদিকে ভাটা পড়েছে ঈদের কেনাকাটায়। বিশেষ করে ফুটপাতের বেচাকেনা অর্ধেকে নেমেছে। এদিকে প্রয়োজন না হলে ঘর থেকে বের হচ্ছেনা নগরবাসী। যার কারণে রাস্তাঘাটে মানুষের উপস্থিতও কম।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]