20622

05/19/2024 ঈদের আগে নিত্যপণ্যের সরবরাহ থাকালেও স্বস্তি ফেরেনি দামে

ঈদের আগে নিত্যপণ্যের সরবরাহ থাকালেও স্বস্তি ফেরেনি দামে

রাজ টাইমস ডেস্ক :

৫ এপ্রিল ২০২৪ ২০:৫২

বাজারে নিত্যপণ্যের সরবরাহ থাকায় স্বস্তি যেমন আছে তেমনি দাম নিয়ে অস্বস্তিও রয়েছে। রাজধানীর বাজারে ঈদের আগেই বাড়তে শুরু করেছে মুরগীর দাম। তবে আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। বাজারে পণ্যমূল্য নিয়ে হতাশা জানিয়ে ক্রেতারা বললেন, কেনার পরিমাণ কমিয়ে দিচ্ছেন তারা।

শেষ হয়ে যাচ্ছে রমজান, কড়া নাড়ছে ঈদুল ফিতর। তাই রাজধানীর নিত্যপণ্যের বাজারে প্রয়োজনীয় পণ্য কিনতে ক্রেতাদের দৌড়ঝাঁপ। ঈদকে সামনে রেখে সেমাই, চাল-চিনি আর মাংসের দোকানেই আগ্রহ সাধারণ ক্রেতাদের। বাজারে গরু-মাংসের দাম না বাড়লেও মুরগীর দাম বেশ চড়া। তবে তেল ও মসলায় নেই বাড়তি দামের ঝাঁজ।

বাজারে সবধরনের পণ্যের সরবরাহ নিয়ে স্বস্তি জানালেন ক্রেতারা। তবে আয়ের সাথে ব্যয়ের হিসাব মেলাতেই অস্বস্তি তাদের।

ঈদের আগে শেষ শুক্রবার হওয়ায় মাছ ও সবজির বাজারে অন্য সময়ের তুলনায় ভীড় ছিল অনেকটাই কম।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]