20668

04/29/2025 সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ বুধবার

সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ বুধবার

রাজ টাইমস ডেস্ক :

৯ এপ্রিল ২০২৪ ০৩:৫২

সৌদি আরবের আকাশে আজ দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ। তাই মঙ্গলবার নয়, ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বুধবার। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার সৌদির আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ।

এর আগে, সৌদির সুপ্রিম কোর্ট সারা দেশের মুসলিমদের রমজানের ২৯ তারিখে চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছিল।

সৌদি আরবের সরকারী ও বেসরকারী খাতের কর্মচারীরা মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ঘোষণা অনুসারে সোমবার ৮ এপ্রিল থেকে ঈদুল ফিতরের জন্য চার দিনের ছুটি পাবেন। যেহেতু শুক্রবার এবং শনিবার অফিসিয়ালি সাপ্তাহিক ছুটির দিন, তাই সৌদি বাসিন্দারা ছয় দিনের সাপ্তাহিক ছুটি উপভোগ করবেন। কর্মচারীরা ১৪ এপ্রিল রোববার কাজে ফিরবেন।

সূত্র : খালিজ টাইমস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]