03/16/2025 যুক্তরাষ্ট্রে ঈদের অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলি
রাজ টাইমস ডেস্ক :
১১ এপ্রিল ২০২৪ ২০:২৯
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক ঈদের অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়েছেন কয়েকজন। এ ঘটনায় একাধিক বন্দুকসহ অন্তত পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ এপ্রিল) বিশ্বের বেশিরভাগ দেশের মতো যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদের আমেজের মধ্যে বিকালে গোলাগুলির সাক্ষী হয় পেনসিলভানিয়ার মুসলিমরা। ওইদিন রাজ্যটির ফিলাডেলফিয়ায় এক ঈদ অনুষ্ঠানে প্রায় এক হাজার মানুষ সমবেত হয়েছিলেন।
সেখানে দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ৩০টি গুলির শব্দ শুনতে পেয়েছে স্থানীয়রা। গুলিবিদ্ধ হয়েছেন কয়েকজন। পরে অস্ত্রসহ পাঁচজনকে আটক করে পুলিশি হেফাজতে নেয়া হয়।
ঈদের অনুষ্ঠানে গোলাগুলির কারণ বের করতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
সূত্র: এবিসি