20721

07/27/2024 জাতিসঙ্ঘে ফিলিস্তিনের সদস্যপদ, ভেটো দেবে যুক্তরাষ্ট্র!

জাতিসঙ্ঘে ফিলিস্তিনের সদস্যপদ, ভেটো দেবে যুক্তরাষ্ট্র!

রাজ টাইমস ডেস্ক :

১২ এপ্রিল ২০২৪ ১০:৪২

বেশিভাগ দেশই ফিলিস্তিনকে জাতিসঙ্ঘের সদস্য হিসেবে দেখতে চায়। আগামী সপ্তাহেও ফিলিস্তিনকে জাতিসঙ্ঘের সদস্য করার প্রস্তাব উত্থাপিত হতে পারে। কিন্তু আবারো তা জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে আটকে যেতে পারে। আর তা হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে।

ফিলিস্তিন ২০১১ সালে জাতিসঙ্ঘের পূর্ণ সদস্য হওয়ার আবেদন করেছিল। কিন্তু সেটাও কমিটিতেই মৃত্যুবরণ করেছিল। ওই সময় অবশ্য সাধারণ পরিষদ ফিলিস্তিনকে জাতিসঙ্ঘ পর্যবেক্ষক মর্যাদা দিয়েছিল। এর ফলে জাতিসঙ্ঘে ফিলিস্তিনকে অনেক অধিকার দিয়েছে। তবে জাতিসঙ্ঘে ভোট দেয়ার ক্ষমতা দেয়নি। এই ভোট দেয়ার ক্ষমতাটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফলে অনেক অনেক বছর ধরে জাতিসঙ্ঘের নানা কার্যক্রমে ফিলিস্তিন অংশগ্রহণ করলেও সংস্থাটিতে ফিলিস্তিন ভোটাধিকারবিহীনই রয়ে গেছে।

ইস্যুটি আবার উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদেও তা নিয়ে ভোটাভুটি হবে। আগামী সপ্তাহেই তা হতে পারে। কিন্তু শেষ কথঅ হলো, এবারো একই পরিণতি বরণ করতে পারে। কারণ, যুক্তরাষ্ট্র ওই প্রস্তাবে ভেটো দেয়ার প্রস্তুতি নিয়েছে।

সূত্র : আল জাজিরা

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]