2077

04/29/2025 ম্যারাডোনার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

ম্যারাডোনার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

রাজটাইমস ডেস্ক

২৬ নভেম্বর ২০২০ ১৮:২৭

কোটি ভক্তের হৃদয়ে আসীন জনপ্রিয় ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৫ নভেম্বর) রাতে এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় বাংলাদেশ প্রধানমন্ত্রী বলেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই আর্জেন্টাইন খেলোয়াড় বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং যুগে যুগে তার ক্রীড়া নৈপুণ্য ভবিষ্যৎ ফুটবল খেলোয়াড়দের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

প্রয়াত এই কিংবদন্তীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মহানায়কের আত্মার শান্তি কামনা করেন তিনি।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]