20889

04/30/2025 রাবির টিএসসিসি’র নতুন পরিচালক অধ্যাপক মিজানুর রহমান

রাবির টিএসসিসি’র নতুন পরিচালক অধ্যাপক মিজানুর রহমান

রাজটাইমস ডেস্ক:

২২ এপ্রিল ২০২৪ ১৮:১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান খান।

সোমবার (২২ মার্চ) সকালে টিএসসিসি’র অফিস কক্ষে তিনি পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. আরিফ হায়দারের স্থলাভিষিক্ত হয়েছেন।

ড. মিজানুর রহমান খান বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক। তিনি ১৯৯৮ সালে শিক্ষকতায় যোগ দেন। ইতিপূর্বে তিনি রাবি সৈয়দ আমীর আলী হল প্রাধ্যক্ষ এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ প্রতিষ্ঠাকালীন সভাপতি ও অধ্যাপকের দায়িত্ব পালন করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]