05/02/2025 এবার একই দিনে ৭৩ নেতাকে দল থেকে বহিষ্কার করলো বিএনপি
রাজ টাইমস ডেস্ক :
২৬ এপ্রিল ২০২৪ ২০:৪৭
আসন্ন উপজেলা নির্বাচনে অংশ না নেয়া নিয়ে কঠোর অবস্থানে রয়েছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেয়ায় সারাদেশের ৭৩ জন নেতাকে প্রাথমিক পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।
শুক্রবার (২৬ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে বহিষ্কারের কথা জানানো হয়। জানা গেছে, বহিষ্কৃত এসব নেতারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।
যে ৭৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে, তাদের মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ২৮ জন। উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৪ জন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২১ জন।