21033

08/03/2025 চরমোনাই পীরের ভাইয়ের বাসায় জামায়াতের ৯ নেতা

চরমোনাই পীরের ভাইয়ের বাসায় জামায়াতের ৯ নেতা

রাজটাইমস ডেস্ক:

২৮ এপ্রিল ২০২৪ ২১:৩৬

চরমোনাই পীরের মেজ ভাই, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর বাসায় গেছেন জামায়াতে ইসলামীর অন্তত ৯ জন নেতা। দলের আমিরের পক্ষ থেকে সৌজন্য এই সাক্ষাতে অংশ নেন জামায়াতের নেতারা।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের নেতৃত্ব একটি প্রতিনিধি দল রাজধানীস্থ মাদানীর বাসায় যান। তারা সেখানে মাদানীর খোঁজ-খবর নেন।সাক্ষাৎশেষে মাওলানা মাদানী মোনাজাত করেন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, প্রতিনিধি দলে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি খলিলুর রহমান মাদানী, মুফতি আবু ইউসুফ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা শাহ আলম, মাওলানা আলাউদ্দিন, মাওলানা জাহিদুর রহমান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]