2108

04/29/2025 পরমাণু বিজ্ঞানী হত্যার প্রতিশোধ নেয়ার প্রত্যয় ইরানের

পরমাণু বিজ্ঞানী হত্যার প্রতিশোধ নেয়ার প্রত্যয় ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

২৮ নভেম্বর ২০২০ ১৯:৩২

মুসলিম বিশ্বের অন্যতম পরাশক্তি ইরানের শীর্ষ পর্যায়ের পদার্থবিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদেহ (৫৯) হত্যার কঠিন বদলা নেয়ার হুঙ্কার দিয়েছে তেহরান।  খবর আনাদোলুর।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি এই হুশিয়ারি উচ্চারণ করেন।তিনি বলেছেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি ও ইহুদিবাদী ইসরাইলের ভাড়াটে সন্ত্রাসীরা ইরানের আরেকজন বিজ্ঞানীকে নির্মমভাবে হত্যা করেছে।

দেশটির প্রতিরক্ষা সেক্টরে নিহত ফাখরিজাদেহের অবদানের কথা উল্লেখ করে এবং ইরানের প্রতিরক্ষা খাতের শীর্ষস্থানীয় ব্যবস্থাপক হিসেবে উল্লেখ করে জেনারেল বাকেরি বলেন, তিনি ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে আজকের পর্যায়ে নিয়ে আসার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

এই ঘটনায় দেশটির এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে দাবি করেন দেশটির সেনাপ্রধান।

তিনি শত্রুদের উদ্দেশ্য করে বলেন, ফাখরিজাদেহ যে পথ দেখিয়ে দিয়ে গেছেন তা কখনও বন্ধ হওয়ার নয়।

প্রসঙ্গত, আবারো আলোড়িত হত্যাকাণ্ড ঘটল দেশটিতে। ইরানের উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে শুক্রবার সন্ধ্যায় তেহরানে এক সন্ত্রাসী হামলায় নিহত হন।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]