21143

05/03/2025 ঘরে গাছ পড়ে ৫ বছরের ছেলেসহ অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

ঘরে গাছ পড়ে ৫ বছরের ছেলেসহ অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

রাজ টাইমস ডেস্ক :

৫ মে ২০২৪ ১২:০৯

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুরে ঘরে গাছ পড়ে ৫ বছর বয়সী সন্তানসহ অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নিয়ামতপুর হাজিপাড়া ঘোনার বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুল কাইয়ুমের ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোছা. রুপ তারা (৪৫) এবং তার ছেলে তাইজুল ইসলাম (৫)।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, শনিবার দিবাগত রাত অনুমানিক সাড়ে ১১টার সময় প্রচণ্ড ঝড় শুরু হলে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর হাজিপাড়া ঘোনার বাড়ি গ্রামের কৃষক আ. কাইয়ুমের দোচালা টিনের ঘরে একটি গাছ উপড়ে পড়ে। এতে ঘর ভেঙে আ. কাইয়ুমের ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোছা. রুপ তারা এবং তার ছোট ছেলে তাইজুল ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় রুপ তারার মা আহত হয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]