21168

05/01/2025 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপ টেস্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপ টেস্ট

রাজ টাইমস ডেস্ক :

৫ মে ২০২৪ ২৩:৩৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তির সময় ডোপ টেস্ট সার্টিফিকেট নেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

টেস্টে মাদক গ্রহণের কোনো প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভর্তির সুযোগ হারাবেন।

রোববার (০৫ মে) ভর্তি সংক্রান্ত ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডোপ টেস্টে ফলাফল পজিটিভ আসলে ভর্তি বাতিল করা হবে। ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর আগে বেশ কিছু দিন ধরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপ টেস্ট নিয়ে নানা আলোচনা চলছিল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]