21247

04/30/2025 ঘরের মাটিতে ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ টাইগ্রেসরা

ঘরের মাটিতে ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ টাইগ্রেসরা

রাজ টাইমস ডেস্ক:

৯ মে ২০২৪ ২৩:৪৩

অবশেষে শঙ্কাই হলো সত্যি, ঘরের মাঠে ভারতের মেয়েদের বিপক্ষে হোয়াইটওয়াশ হলো নিগার সুলতানা জ্যোতির দল। এর আগেই, এই সিরিজে টানা হারে ৪-০ ব্যবধানে পিছিয়ে ছিল স্বাগতিক মেয়েরা। বাকি ছিল স্রেফ আনুষ্ঠানিকতার। এবার সেই ম্যাচও হারলো টাইগ্রেসরা। সিলেটে ভারতের কাছে ২১ রানে হারলো বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে হারিয়ে ১৫৬ রান করে ভারত। সেই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রানে টাইগ্রেসরা। তাতে ২২ রানে জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে সফরকারীরা।

ভারতের দেওয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগ্রেসরা। দলীয় ৫২ রানের মধ্যে টপ অর্ডারের ৫ উইকেট হারায় বাংলাদেশ। এরপর শরিফা খাতুনকে সঙ্গে নিয়ে খানিকটা লড়াই করার চেষ্টা করেন রিতু মনি।

এই দুই জুটিতে ৫৭ রান যোগ করে প্রতিরোধ করার চেষ্টা করে টাইগ্রেসরা। তবে দলীয় ১০৯ রানে রিতু আউট হলে ভাঙে এই জুটি। এরপর আর কেউই তেমন কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রানে থামে বাংলাদেশ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]