21260

04/30/2025 সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজটাইমস ডেস্ক:

১০ মে ২০২৪ ১৬:১৮

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যুগনিদহ ও বাঘাবাড়ীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন শাহজাদপুর উপজেলার টোটিয়ারকান্দা গ্রামের সেলিম শেখের স্ত্রী নারগিস বেগম (৩৫) ও শোলাচাপড়ি গ্রামের ভোলা প্রামাণিকের ছেলে আরশেদ প্রামাণিক (৫৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিক বলেন, ‘আজ শুক্রবার বেলা ১১টার দিকে শাহজাদপুর থেকে মাটি বহনকারী একটি ডাম্পট্রাক উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। শাহজাদপুর উপজেলার যুগনিদহ ব্রিজ এলাকায় পৌঁছালে ডাম্পট্রাকটি এক নারী পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ডাম্পট্রাক জব্দ করা হয়েছে।’

এসআই শফিক জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল-সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশাযাত্রী আরশেদ প্রামাণিক নিহত হয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]