21262

07/04/2025 মিরপুরে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ লিটন

মিরপুরে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ লিটন

রাজ টাইমস ডেস্ক :

১০ মে ২০২৪ ১৮:০২

মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে টসে জিতে বাংলাদেশের বিপক্ষে বল করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারি জিম্বাবুয়ে। প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে একাদশে সাকিব আল হাসান, সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমান। প্রথম ৩ ম্যাচে রান না পাওয়ায় একাদশে সুযোগ পাননি লিটন দাশ।

এছাড়াও, বিশ্রাম দেয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদকে। পাশাপাশি একাদশে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমান। এছাড়াও জিম্বাবুয়ের একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার রায়ান বার্ল।

বাংলাদেশ একাদশঃ তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]