213

04/29/2025 কায়রোর হোটেলে বাংলাদেশির লাশ

কায়রোর হোটেলে বাংলাদেশির লাশ

রাজ টাইমস ডেস্ক

২৩ জুলাই ২০২০ ১৯:০৯

মিসরের কায়রোর একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশি-আমেরিকান এক নারীর লাশ। নিহত ফাতেমা খান খুকি (৪৪) পেশায় একজন বিউটি এক্সপার্ট।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২১ জুলাই নিজ হোটেল কক্ষ থেকে ফাতেমাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পুলিশ। ফাতেমা যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তিগত ভ্রমণে কায়রো গিয়েছিলেন।

কায়রোর আমেরিকান দূতাবাস বাংলাদেশে ফাতেমার বোনকে টেলিফোনে এই মৃত্যুর খবর জানিয়েছে। তবে কীভাবে নিজ হোটেল কক্ষে ফাতেমার মৃত্যু হলো, এ ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ফাতেমা কেন কায়রো গিয়েছিলেন, কারও সঙ্গে গিয়েছিলেন কি না, কিংবা কারও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কি না এমন কোনো তথ্য জানা নেই তার সহকর্মীদের কাছে। তবে তার স্বজনদের ধারণা ফাতমা প্লাস্টিক সার্জারির একটি কাজে মিসর গিয়েছিলেন।

ফাতিমার লাশ প্রথমে বাংলাদেশে আনার কথা ছিল। কিন্তু তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করায় তদন্তের স্বার্থে লাশ সেখানেই যাবে।

জানা গেছে, ফাতেমা খান নিউজার্সিতে একাই বসবাস করতেন। বিবাহ বিচ্ছেদের পর ফেনীর মেয়ে ফাতেমা খান জার্সি সিটি এলাকার একটি অ্যাপার্টমেন্ট আরও তিন নারীর সঙ্গে শেয়ার করে থাকতেন।

#জে/এনএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]