21717

04/30/2025 রাজশাহীতে অস্ত্র-গান পাউডারসহ অটোচালক গ্রেপ্তার

রাজশাহীতে অস্ত্র-গান পাউডারসহ অটোচালক গ্রেপ্তার

রাজটাইমস ডেস্ক:

১ জুন ২০২৪ ১৮:০৩

রাজশাহীতে অস্ত্র–গান পাউডারসহ রাকিবুল ইসলাম (২৩) নামে এক অটোচালককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে দামকুড়া থানার কসবা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

গ্রেপ্তার রাকিবুল ইসলাম জেলার গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর চারখুটার মোড় এলাকায় বসবাস করেন।

র‍্যাব জানায়, তার অটোরিকশা থেকে দুটি ওয়ান শুটার গান ও দুই কেজি ২০০ গ্রাম গান পাউডার জব্দ করা হয়েছে। রাকিবুল মূলত অস্ত্র কারবারি। অটোরিকশা চালানোর আড়ালে সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও গান পাউডার সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করেন। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]