21762

04/29/2025 বিশ্বকাপে কোনও ম্যাচ না জিতলেও যত টাকা পাচ্ছে বাংলাদেশ

বিশ্বকাপে কোনও ম্যাচ না জিতলেও যত টাকা পাচ্ছে বাংলাদেশ

রাজ টাইমস ডেস্ক :

৪ জুন ২০২৪ ০০:১৪

শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ২০টি দলের অংশগ্রহণে আগামী ২৯ জুন পর্যন্ত চলবে চার-ছক্কার ধুন্ধুমার আসর। সবচেয়ে বেশি দলের ক্রিকেট বিশ্বকাপও বলা যায় এবারের আসরকে।

সম্প্রতি সময়ে খুব একটা ছন্দে নেই বাংলাদেশ দল। ব্যর্থতার বৃত্তে আটকে থেকেই বাংলাদেশ আগামী ৮ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে লঙ্কানদের বিপক্ষে।

বিশ্বকাপের ম্যাচ শুরু হয়ে গেলেও এতোদিনে প্রাইজমানি ঘোষণা করেনি আইসিসি। অবশেষ আজ তার বিস্তারিত প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।

সোমবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ১১.২৫ মিলিয়ন ডলারের অর্থ পুরস্কার ঘোষণা করেছে আইসিসি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৩২ কোটি ৪ লাখ ৪৭ হাজার ৩৭৫ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২.৪৫ মিলিয়ন ডলার বা ২৮ কোটি ৭৫ লাখ ৬৪ হাজার ৯৫ টাকা। যা আগের যে কোনো আসরের সর্বোচ্চ।

রানার আপ দল অন্তত ১.২৮ মিলিয়ন ডলার পাবে। সেমিফাইনালে গিয়ে হারা দুই দল পাবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ মার্কিন ডলার করে। যে ৪ টি দল সুপার এইট থেকে বাদ যাবে তাঁরা পাবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ মার্কিন ডলার করে। ৯ থেকে ১২ নম্বরে থাকা দল পাবে ২ লাখ ৪৭ হাজার ৫০০ মার্কিন ডলার করে। ১৩ থেকে ২০ নম্বরে থাকা দলগুলো পাবে ২ লাখ ২৫ হাজার মার্কিন ডলার করে।

অর্থাৎ, অংশগ্রহণকারী প্রতিটি দল অন্তত ২ লাখ ২৫ হাজার মার্কিন ডলার পাবে, যা বাংলাদেশী টাকায় ২ কোটি ৬৩ লাখ ২৫ হাজার টাকা। এর সঙ্গে সেমিফাইনাল ও ফাইনাল ব্যতীত অন্য সব ম্যাচে জয়ের জন্য ৩১ হাজার ১৫৪ মার্কিন ডলার করে পাবে জয়ী দল। ফলে বাংলাদেশ বিশ্বকাপে যদি কোনও ম্যাচ নাও যেতে তাহলে ২ লাখ ২৫ হাজার মার্কিন ডলার পাবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]