05/01/2025 বাজেট নিয়ে আনন্দ মিছিলের সময় আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ১০
রাজ টাইমস ডেস্ক :
৭ জুন ২০২৪ ২০:২০
বাজেটকে স্বাগত জানিয়ে একই স্থানে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের আনন্দ মিছিল ও আলোচনা সভাকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
শুক্রবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় আনোয়ারা সেন্টার নামক এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ওসি সোহেল আহাম্মদ।
স্থানীয়রা জানান, প্রস্তাবিত ২০২৪-২০২৫ অর্থ বছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আনোয়ারা উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর নেতৃত্বে সেন্টারে আনন্দ মিছিল ও সভার আয়োজন করেন।
একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের আরেকটি অংশ। একটি গ্রুপ সাবেক ভূমিমন্ত্রী ও আরেকটি গ্রুপ বর্তমান অর্থপ্রতিমন্ত্রীর অনুসারী।
দুই গ্রুপ একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় মিছিল নিয়ে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন আনোয়ারা উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী ও বরুমছড়ার সাবেক ইউপি চেয়ারম্যানসহ প্রায় ১০ জন।