21881

04/29/2025 দক্ষিণ আফ্রিকাকে হারাতে বাংলাদেশকে যে মন্ত্র দিলেন তামিম-কুম্বলে

দক্ষিণ আফ্রিকাকে হারাতে বাংলাদেশকে যে মন্ত্র দিলেন তামিম-কুম্বলে

রাজ টাইমস ডেস্ক :

১০ জুন ২০২৪ ১৬:৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সাকিব-লিটনের পারফরম্যান্স ব্যবধান গড়ে দিতে পারে বলে মনে করেন ভারতীয় গ্রেট অনিল কুম্বলে। আর বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবলের চোখে ম্যাচ জয়ের বড় ফ্যাক্টর হতে পারেন বোলাররাই।

কুম্বলে বলেন, 'বাংলাদেশকে যদি দক্ষিণ আফ্রিকাকে হারাতে হয় তাহলে ব্যাটিং ভালো করতে হবে। আমার মনে হয় এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার হবেন লিটন দাস। তার ওপর দল অনেক আশা করবে, সে-ও চাপে থাকবে। সে ভালো খেলোয়াড়, গেল ম্যাচেও রান পেয়েছে। সাকিব আল হাসান আছেন আরেকজন। মূলত লিটন ও সাকিবের ওপরই অনেক কিছু নির্ভর করবে।'

এ ছাড়া নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের মাঝেও আশা দেখছেন কুম্বলে, 'শান্তও ভালো খেলোয়াড়, গেল ম্যাচে রান পায়নি। সৌম্যকে দেখে মনে হয় অনেক প্রতিভাবান, প্রতি ম্যাচেই মনে হয় যে আজকে সে রান করবে।

যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে সে। তবে সে রানে নেই, সে চাপে আছে। তবে দক্ষিণ আফ্রিকাকে হারাতে লিটন ও সাকিবকে সামনে থেকে ব্যাটিংয়ে দলকে নেতৃত্ব দিতে হবে।'

তামিম ইকবালের মতে, এ ম্যাচে ব্যবধান গড়বে বোলারই। তাই নতুন বলেই নিজেদের কাজ ঠিকভাবে করা দরকার বাংলাদেশের বোলারদের।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে ম্যাচ পূর্ব আলোচনায় তামিম বলেন, ‘আপনি তাদের (দক্ষিণ আফ্রিকা) সুযোগ দিতে পারবেন না, কারণ ডি কক (কুইন্টন) যদি একটু সুযোগ পায় তাহলে সে আপনাকে ভোগাবে।

তাসকিন ভালো বোলিং করছে। নতুন বলে বাংলাদেশ ভালো করছে। অবশ্যই উইকেট থেকে বাড়তি সুবিধা পাবে। আমরা যে খেলাগুলো দেখেছি তাতে অসম বাউন্স আছে। বাংলাদেশ যদি জিততে চায় তাহলে নতুন বল খুবই গুরুত্বপূর্ণ হবে।’

একই অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেলও বোলিংকেই বাংলাদেশের ধরে নিয়েছেন শক্তির মূল জায়গা হিসেবে, ‘তাসকিন (আহমেদ) এমন একজন যে কিনা গতিময় বোলিং করতে পারে। টেস্ট ম্যাচের মতো লেংথ ধরে সে সঠিক জায়গায় বোলিং করে।

এ উইকেটে সে সহায়তা পাবে। আর ফিজ (মুস্তাফিজুর রহমান) তো বিশ্বমানের একজন। তার বোলিংয়ে সব ধরনের স্কিল ও বৈচিত্র্য আছে। আমি নিশ্চিত দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা তার বিপক্ষে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করবে না।’

ফিজকে নিয়ে তিনি বেশ আশাবাদী, ‘সে খুবই নিখুঁত, তাকে খেলা খানিকটা কঠিনও। এই ধরনের উইকেটে যাদের ন্যাচারাল বৈচিত্র্য আছে তারা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে দারুণ কিছু হবে।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]