04/29/2025 কানাডাকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকলো পাকিস্তান
রাজটাইমস ডেস্ক:
১১ জুন ২০২৪ ১৪:৪১
প্রথম দুই ম্যাচেই হার। যুক্তরাষ্ট্রের কাছে হারের পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে বাগে পেয়েও হারাতে পারেনি পাকিস্তান। ফলে তাদের সুপার এইটে ওঠার স্বপ্ন অনেকটাই মলিন হয়ে যায় । শেষ আটের আশা বাচিয়ে রাখতে কানাডার বিপক্ষে জয়ের বিকল্প ছিলো না তাদের। নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে আরেকটি লো স্কোরিং ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারিয়ে সেই কাজটি করলো পাকিস্তান ।
আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১০৬ রান করে কানাডা। তাদের পক্ষে একাই লড়াই করেন অ্যারন জনসন। ৫২ রান করেন এই ওপেনার। আর মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের ঘরে রান করেন। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে বড় অবদান রাখেন। হারিস রউফও সমান সংখ্যক উইকেট পান।
সহজ লক্ষ্যে নেমে এবার পাকিস্তান হোঁচট খায়নি। মোহাম্মদ রিজওয়ান হাফ সেঞ্চুরি করেন, বাবর আজমের কাছ থেকেও ভালো সহযোগিতা পান তিনি।
যদিও টপ অর্ডারে সাইম আইয়ুব (২) ও ফখর জামান (৪) হতাশ করেছেন। দলীয় ২০ রানে ওপেনার সাইম ফিরে গেলে বাবরকে সঙ্গে নিয়ে রিজওয়ান ৬৩ রানের জুটি গড়েন। বাবর ৩৩ বলে ১ চার ও ১ ছয়ে ৩৩ রান করে আউট হন। সতর্ক হয়ে খেলেছেন রিজওয়ানও, ৫৩ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি ২ চার ও ১ ছয়ের ইনিংস খেলে। ১৭.৩ ওভারে ৩ উইকেটে ১০৭ রান করে পাকিস্তান।