21965

04/29/2025 আর্জেন্টিনার কোপার চূড়ান্ত দল ঘোষণা, যাদেরকে রেখেছেন স্কালোনি

আর্জেন্টিনার কোপার চূড়ান্ত দল ঘোষণা, যাদেরকে রেখেছেন স্কালোনি

রাজ টাইমস ডেস্ক :

১৫ জুন ২০২৪ ২২:০৬

আগামী ২১ জুন পর্দা উঠবে কোপা আমেরিকার ৪৮তম আসরের। এই আসরে ল্যাটিন আমেরিকা ছাড়াও উত্তর আমেরিকার ছয়টি দেশ অংশ নিচ্ছে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে কনমেবল।

এরই মধ্যে দল ঘোষণা করেছে বেশকিছু দল। এই আসরকে সামনে রেখে ২৯ সদস্যের দল ঘোষণা করেছিলো আর্জেন্টিনা। এবার সেখান থেকে তিনজনকে বাদ দিয়ে চূড়ান্ত দল ঘোষণা করেছে আলবিসেলেস্তেরা।

প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন লিও বালের্দি, ভ্যালেন্টিন বার্কো ও অ্যাঞ্জেল কোরেয়া। তবে মূল স্কোয়াডে ঠিকই জায়গা করে নিয়েছেন ভ্যালেন্টিন কার্বোনি ও আলেহান্দ্রো গার্নাচো।

আগামী ২১ জুলাই পর্দা উঠবে ২০২৪ কোপা আমেরিকার। আসরের শুরুর ম্যাচেই কানাডার বিপক্ষে মাঠে নামবে মেসি-ডি মারিয়ারা। এরপর ২৬ জুন চিলির বিপক্ষে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩০ জুন পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

কোপা আমেরিকায় আর্জেন্টিনার দল-

ফরোয়ার্ড:

আনহেল ডি মারিয়া, ভালেন্তিন কারবোনি, লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেজ, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ

মিডফিল্ডার:

গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল, এজেকিয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো

ডিফেন্ডার:

গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, হেরমান পেতসেয়া, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনিয়া, নিকোলাস টাগলিয়াফিকো

গোলরক্ষক:

এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুয়ি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]