2207

08/03/2025 ঢাবি ছাত্রীর ধর্ষণ মামলা: ছাত্র পরিষদের তিন নেতা রিমান্ডে

ঢাবি ছাত্রীর ধর্ষণ মামলা: ছাত্র পরিষদের তিন নেতা রিমান্ডে

রাজটাইমস ডেস্ক

৩ ডিসেম্বর ২০২০ ২১:১৭

বাংলাদেশ ছাত্র অধিকার রক্ষা পরিষদের নেতা নুরুল হক নূর সহ পরিষদের বিভিন্ন নেতাদের অভিযুক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় পরিষদের তিন নেতার দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

যেসব অভিযুক্ত নেতাদের রিমান্ড মঞ্জুর হয়েছে তারা হলেন- ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, নাজমুল হাসান সোহাগ ও সংগঠনটির ঢাবি শাখার সহসভাপতি মো. নাজমুল হুদা।

এর আগে, তিন অভিযুক্ত নেতাকে আদালতে হাজির করা হয়। এর পর লালবাগ থানার মামলায় তদন্তকারী কর্মকর্তা প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম তাদের জামিন আবেদন না মঞ্জুর করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে মামলা করেন ওই ছাত্রী।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]