2236

08/02/2025 পশ্চিমাঞ্চল রেলের সেবা সপ্তাহ উদ্বোধন

পশ্চিমাঞ্চল রেলের সেবা সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

৪ ডিসেম্বর ২০২০ ২১:২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পশ্চিমাঞ্চল রেলওয়ের রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে। শুক্রবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম চত্বরে বেলুন উড়িয়ে এই সপ্তাহের উদ্বোধন করেন পশ্চিম রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ।

পরে আলোচনা সভায় বক্তারা বলেন, এক সময় রেল লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। কিন্তু এখন সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে রেল লোকসান কাটিয়ে লাভের মুখ দেখতে শুরু করেছে। সবার আন্তরিকতা থাকলে রেলে কোন লোকসান থাকবে না।

সভায় পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তা-কর্মবৃচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]