22696

05/01/2025 ৩২ ঘণ্টা অনশনের পর ডিবি অফিস থেকে ছাড়া পেয়েছেন সমন্বয়করা!

৩২ ঘণ্টা অনশনের পর ডিবি অফিস থেকে ছাড়া পেয়েছেন সমন্বয়করা!

রাজ টাইমস ডেস্ক :

১ আগস্ট ২০২৪ ২০:১৩

‘একটু স্বাভাবিক’ হয়ে ডিবি অফিসে আটকের বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরবেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয় থেকে ছাড়া পেয়ে এক আত্মীয়ের বাসায় গেছেন তিনি।

সেখান থেকে বিবিসি বাংলাকে জানান, ছাড়ার আগে ৩২ ঘণ্টা ধরে অনশন করেছেন তারা।

‘বোঝেনই তো সাত দিন এক ধরনের পরিস্থিতির মধ্যে ছিলাম। তারপর লাস্ট ৩২ ঘণ্টা ধরে অনশন। একটু স্বাভাবিক হয়ে সবাই মিলে একটা লিখিত বক্তব্য দেবো,’ বলেন হাসনাত আব্দুল্লাহ।

এর আগে, ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কের সবাইকে পরিবারের জিম্মায় দেয়া হয়। বৃহস্পতিবার সকালেই পরিবারের সদস্যদের ডেকে পাঠায় পুলিশ।

কয়েক ঘণ্টা অপেক্ষার পর পুলিশের মাইক্রোবাসে করে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেয়া হয়।

সূত্র : বিবিসি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]