22699

05/01/2025 চলমান গাজা যুদ্ধে ১১ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র ক্রয় ইসরাইলের

চলমান গাজা যুদ্ধে ১১ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র ক্রয় ইসরাইলের

রাজ টাইমস ডেস্ক :

১ আগস্ট ২০২৪ ২১:৪৭

চলমান গাজা যুদ্ধে ১১ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র কিনেছে ইসরাইল। বৃহস্পতিবার (১ আগস্ট) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১১ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র কিনেছে দেশটি। সংগ্রহ করা অস্ত্রের মধ্যে একটি এফ-৩৫, ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানের ইঞ্জিন ও যুদ্ধ যান রয়েছে।

এছাড়া শত শত বিমানের চালান, কয়েক ডজন সমুদ্রের চালান ইত্যাদির মাধ্যমে হাজার হাজার টন সামরিক সরঞ্জাম ইসরাইলে পরিবহন করা হয়েছে।

ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, ৭ অক্টোবর থেকে কেনা আমেরিকান অস্ত্রের পরিমাণ আগের যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ।

সূত্র : মিডল ইস্ট মনিটর

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]