22848

05/01/2025 জামায়াত আমিরের সঙ্গে সমমনা জোট সমন্বয়কের মতবিনিময়

জামায়াত আমিরের সঙ্গে সমমনা জোট সমন্বয়কের মতবিনিময়

রাজটাইমস ডেস্ক:

৭ আগস্ট ২০২৪ ০৮:৪৬

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রাক্কালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

মঙ্গলবার (০৬ আগস্ট) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে সমমনা জোটের পক্ষে জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, এনপিপির মহাসচিব মোস্তফিজুর রহমান মোস্তফা, যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দিন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

‘সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াইয়ের ময়দান ছাড়ার সুযোগ নেই’
পরে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, দেশে বর্তমানে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। সাম্প্রদায়িক হামলা, ব্যক্তিগত প্রতিশোধ, অর্থনৈতিক প্রতিষ্ঠানে লুটপাট-দখল, অরাজকতা, স্থাপনায় হামলার ঘটনা বন্ধ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। মানুষের জান-মালের নিরাপত্তা বিধান করতে হবে। এ জন্য দেশব্যাপী সেনাবাহিনীর টহল আরও বৃদ্ধি করতে হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]