22866

04/30/2025 লুটপাট থেকে দেশকে মুক্ত করতে শিক্ষার্থীদের এগিয়ে আসা উচিত: রাবি শিক্ষক ফোরাম

লুটপাট থেকে দেশকে মুক্ত করতে শিক্ষার্থীদের এগিয়ে আসা উচিত: রাবি শিক্ষক ফোরাম

রাবি প্রতিনিধি

৮ আগস্ট ২০২৪ ১২:০৩

রক্তপিপাসু, স্বৈরাচার খুনি হাসিনা ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগের মধ্য দিয়ে অর্জিত বিজয়কে ন্যাসাৎ করার হীন চক্রান্তের অংশ হিসাবে সারা দেশে লুটপাট, ভাংচুর, অগ্নিসংযোগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে আক্রমনের মাধ্যমে তাদের মনোবল ভেঙে দেয়ার মত ঘৃন্য কাজে লিপ্ত রয়েছে ফলে লুটপাট থেকে দেশকে মুক্ত করতে আবারও শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিএনপিপন্থী সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টায় ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আমীরুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে শাহাদাত বরণকারী ছাত্র-ছাত্রী, নারী, শিশু ও জনতার আত্মদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। তাদের শহীদ হিসাবে কবুল করার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তাঁরা এ সংগ্রামে আহতদের আশু সুস্থতা কামনা করেন এবং দেশের এ ক্রান্তিলগ্নে সকল প্রকার ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টিকারীদের রুখতে দেশপ্রেমিক ছাত্র-জনতা ও জাতীয়তাবাদী শক্তিকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]