22886

05/01/2025 স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ড. ইউনূস

স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ড. ইউনূস

রাজটাইমস ডেস্ক:

৯ আগস্ট ২০২৪ ১০:৫০

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে শুক্রবার সকালে হেলিকপ্টারে করে তেজগাঁও থেকে সাভারে অবস্থিত স্মৃতিসৌধে যান তিনি।

এর আগে, বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সোয়া নয়টার পর বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। এরপর বাকি উপদেষ্টারাও শপথ গ্রহণ করেন। এরপর জাতির উদ্দেশে ভাষণ দেন ড. ইউনূস।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]