04/29/2025 গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন
রাজটাইমস ডেস্ক:
৯ আগস্ট ২০২৪ ২২:৩১
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন। আজ শুক্রবার (৯ আগস্ট) ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান বণিক বার্তাকে জানান, আব্দুর রউফ তালুকদার সন্ধ্যায় হাতে লেখা একটি পদত্যাগপত্র তার কাছে পাঠান। পদত্যাগপত্রে কারণ হিসেবে তিনি ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন।
২০২২ সালের ১১ জুন গভর্নর হিসেবে চার বছর মেয়াদে নিয়োগ পান আব্দুর রউফ তালুকদার। তবে তিনি যোগ দেন ওই বছরের ১২ জুলাই। গভর্নর হিসেবে যোগ দেয়ার আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ছিলেন।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের আগে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়েন আব্দুর রউফ তালুকদার। অবশ্য সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সম্প্রতি সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেয়।