22922

04/29/2025 সংখ্যালঘুদের জন্য হটলাইন চালু করছে সরকার

সংখ্যালঘুদের জন্য হটলাইন চালু করছে সরকার

রাজটাইমস ডেস্ক:

১০ আগস্ট ২০২৪ ২২:২৩

ক্ষমতার পালাবদলের ফলে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় একটি হটলাইন চালু করতে যাচ্ছে সরকার। আগামীকাল রোববার (১১ আগস্ট) থেকে হটলাইন চালু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (১০ আগস্ট) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন ও পরামর্শের পরিপ্রেক্ষিতে এ কথা জানান ধর্ম উপদেষ্টা।

আ ফ ম খালিদ হোসেন বলেন, কোথাও যদি সংখ্যালঘুদের ওপর কোনো হামলা বা সহিংসতার ঘটনা ঘটে হটলাইনে জানালে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেবেন তারা।

এই উপদেষ্টা বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি-ঘর, উপাসনালয়ে হামলার খবর আসছে। সরকারকে অস্থিতিশীল করার পাঁয়তারা এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চলছে। এর সাথে গুজবও যুক্ত হয়েছে।

খালিদ হোসেন বলেন, যেকোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে চায় সরকার।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]