22938

04/30/2025 ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে যে বিদেশি শক্তিকে দায়ী করলেন শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে যে বিদেশি শক্তিকে দায়ী করলেন শেখ হাসিনা

রাজটাইমস ডেস্ক: 

১১ আগস্ট ২০২৪ ১৯:১৩

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের এই ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলে দাবি করেছেন তিনি।

প্রায় সাতদিন পর নীরবতা ভেঙে এমন অভিযোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

রবিবার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট শেখ হাসিনার এই বার্তাটি প্রকাশ করেছে। এতে দলের নিজের মতামতের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রের হাতে সেন্টমার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিলে ক্ষমতায় থাকতে পারতেন। এই ধরনের বিদেশি শক্তি যেনো প্রভাব বিস্তার না করতে পারে সেজন্য অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছেন তিনি।

পদত্যাগের কারণ হিসেবে শেখ হাসিনা জানান, ছাত্রদের প্রতিবাদ কর্মসূচিতে হামলার কারণে লাশের মিছিল তিনি আর সহ্য করতে পারছিলেন না। তার দাবি, এই সিদ্ধান্ত না নিলে আরও লাশ পড়তো; সম্পদ ধ্বংস হতো।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]