22963

04/30/2025 প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক বিকালে

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক বিকালে

রাজ টাইমস ডেস্ক :

১২ আগস্ট ২০২৪ ১৫:১২

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক করবেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার পর রাজনৈতিক দল হিসেবে বিএনপির এটিই প্রথম সাক্ষাৎ হতে যাচ্ছে।

আজ সোমবার বিকাল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবনে এই বৈঠক হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেবেন।

প্রসঙ্গত, দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। বঙ্গভবনের দরবার হলে গত বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]