23017

05/01/2025 প্রধান উপদেষ্টা ইউনূসের প্রেস সচিব হলেন শফিকুল আলম

প্রধান উপদেষ্টা ইউনূসের প্রেস সচিব হলেন শফিকুল আলম

রাজ টাইমস ডেস্ক :

১৪ আগস্ট ২০২৪ ১১:০৮

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল আলম।

মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শফিকুল প্রধান উপদেষ্টার যোগদানের তারিখ থেকে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত কাজের সন্তুষ্টি সাপেক্ষে স্বীয় পদে বহাল থাকবেন।

তিনি নির্দিষ্ট ৭৮ হাজার টাকা বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]