23057

05/01/2025 নাইজারে সন্ত্রাসী হামলায় ১৫ বেসামরিক লোক নিহত

নাইজারে সন্ত্রাসী হামলায় ১৫ বেসামরিক লোক নিহত

রাজটাইমস ডেস্ক:

১৫ আগস্ট ২০২৪ ২২:০৮

নাইজারের পশ্চিমাঞ্চলের কয়েকটি গ্রামে একাধিক সন্ত্রাসী হামলায় ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।

বুধবার সেনাবাহিনীর এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মেহানা এলাকায় দুস্কৃতকারীরা নিরস্ত্র লোকজনের ওপর ঘৃণ্য কয়েকটি সহিংস হামলা চালিয়েছে। এতে ১৫ জনের প্রাণহানি ঘটে।

নাইজারের তিলাবেরি এলাকায় যে ছয়টি অঞ্চলকে টার্গেট করা হয় মেহানা তার একটি। এই ছয়টি অঞ্চল মালি ও বুরকিনা ফাসোর সীমান্তে অবস্থিত। ইসলামিক স্টেট ও আল কায়দা সংশ্লিষ্ট জিহাদীদের আস্তানা রয়েছে এ অঞ্চলে।

উল্লেখ্য, মেহানা অঞ্চলের সাধারণ লোকজন প্রায়ই সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে। এ কারণে এখান থেকে লোকজন ব্যাপকভাবে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে।

সূত্র : বাসস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]