23108

05/01/2025 ইয়ামালের বাবাকে ছুরিকাঘাতে জড়িত ৪ জনকে গ্রেপ্তার

ইয়ামালের বাবাকে ছুরিকাঘাতে জড়িত ৪ জনকে গ্রেপ্তার

রাজটাইমস ডেস্ক: 

১৭ আগস্ট ২০২৪ ১৮:২২

বার্সেলোনার স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামালের বাবা মুনির নাসরাউইকে রাস্তায় পোষা কুকুরকে নিয়ে ভ্রমণ করার সময় কয়েকজন দুষ্কৃতিকারীর ছুরিকাঘাত করেছে।

ওই ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বার্সেলোনা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মাতারো অঞ্চলের রোচাফন্দায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

ইয়ামালের বাবা মুনির জানিয়েছেন, মৃত্যুর মুখ থেকে ফিরেছেন তিনি। তবে এখন বিপদ থেকে মুক্ত। খবর এএফপির।

কাতালান পুলিশ জানিয়েছে, গত বুধবার রাতেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মাতারো থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছে, যত দ্রুত সম্ভব ইয়ামালের বাবার সঙ্গে কথা বলা হবে। পাশাপাশি, যারা প্রত্যক্ষদর্শী তাদেরও বয়ান নেয়া হবে।

ইনস্টাগ্রামে একটি পোস্টে মুনির লিখেছেন, ‘পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ। এখন আমার শরীর ভালো আছে।’

পরে স্পেনের একটি সংবাদমাধ্যমে বলেছেন, ‘জীবন এবং মৃত্যুর মাঝামাঝি জায়গায় নিজেকে দেখতে পেয়েছিলাম। নিজেকে শান্ত রাখার কারণেই সুস্থ হতে পেরেছি। আশা করি সঠিক বিচার পাবো। প্রচণ্ড ভয় পেয়েছি এই ঘটনায়।’

নিজের পোষা কুকুরকে সঙ্গে নিয়ে একটি জায়গায় গাড়ি পার্ক করার সময় এই ঘটনা ঘটে। সেখানে কিছু লোকের সঙ্গে তার কথা–কাটাকাটি হয়। এরপর তারাই ফিরে এসে তাকে ছুরি মারেন। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, ইয়ামালের বাবাকে একাধিকবার ছুরির আঘাত করা হয়েছে।

এ মুহূর্তে মাতারো শহরের কান রুতি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মুনির। গুরুতর আহত হলেও তার শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল বলেই জানা গেছে। তবে এ ব্যাপারে হাসপাতাল থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]