23118

04/30/2025 ভুয়া মুক্তিযোদ্ধারা শাস্তি পাবেন : মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

ভুয়া মুক্তিযোদ্ধারা শাস্তি পাবেন : মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

রাজটাইমস ডেস্ক: 

১৭ আগস্ট ২০২৪ ১৯:৪৬

অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম জানিয়েছেন, মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা দাবি করে রাষ্ট্রের সুযোগ-সুবিধা ভোগকারীদের প্রতারণার দায়ে শাস্তি পেতে হবে।

আজ শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ফারুক-ই আজম বলেন, ‘আমরা যাচাই করে দেখছি প্রকৃতপক্ষে ঘটনাটি কি ঘটেছে। নানান আঙ্গিকে অনেকে মুক্তিযোদ্ধা হয়েছেন। সেগুলো যাচাই-বাছাই শেষে যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা থাকবেন। আর যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদের রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে শাস্তি ভোগ করতে হবে। এটা যাচাই-বাছাই চলছে।’

এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান উপস্থিত ছিলেন।

পরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে পুড়ে যাওয়া নগরের কোতোয়ালি থানা পরিদর্শন করেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা। পরে তিনি দামপাড়ার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনসে পুলিশের সঙ্গে মতবিনিময় করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]