04/30/2025 বিদ্যুৎ পরিষেবা গ্রাহকদের কাছে আরও সহজলভ্য করা হচ্ছে: নসরুল হামিদ
রাজটাইমস ডেস্ক:
২১ আগস্ট ২০২৪ ১৯:১১
সাবেক বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের অফিসে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোর রাতে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ১৭ নম্বর রোডের ১৭ নম্বরের প্রিয় প্রাঙ্গণ নামের ভবনে এই অভিযান চালানো হয়। এসময় তার অফিসে থাকা ইলেক্টনিক্স ভল্ট জব্দ করা হয়। পরে সেগুলো ভেঙে প্রায় ২৯ লাখ টাকা টাকা উদ্ধার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভবনটি রাতভর ঘিরে রাখে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
অভিযানের সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর ছাড়াও ঢাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
অভিযানে প্রিয় প্রাঙ্গণ বিল্ডিং এর লিফট এর দুই তলায় হামিদ গ্রুপের অফিসে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস এর রুমে বড় ভল্ট এর পাশের টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৮ হাজার ৭০০ টাকা, আরেকটি ড্রয়ার থেকে ৩ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
এছাড়াও হামিদ গ্রুপের অফিস থেকে ২০ লাখ ৯৩ হাজার টাকা জব্দ করা হয়। পাশাপাশি অফিসটি থেকে ৫০ পাউন্ডের ৪টি নোট যার একটি ছেড়া, তুর্কী মুদ্রা (লিরা) ২০০ লিরার নোট একটি, ১০০ লিরার মোট ২টি, ৫০ লিরার নোট ১টি, ২০ লিরার নোট ০১টি ১০ লিরার নোট ৪টি। সর্বমোট ৫১০ লিরা জব্দ করা হয়।
অভিযান শেষে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর গণমাধ্যমকে বলেন, আমাদের কাছে খবর ছিল এখান থেকে নসরুল হামিদ ছাত্র-জনতার আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ ও তার সংগঠনের ছেলেদের টাকা-পয়সা বিনিয়োগ করেন। সেই কারণে তথ্য প্রমাণ সংগ্রহ করতেই প্রতিটি ফ্লোরে এই অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, এই ভবন থেকে জুলাই ও আগস্ট মাসে পেশাদার অস্ত্রধারীদের টাকা বিলানো হয়েছে। এসব তথ্য আমরা তারই লোকজনের কাছ থেকে জানতে পেরে অভিযানে এসেছিলাম।