04/30/2025 নিবন্ধন পেল এবি পার্টিসহ ৫ দল
রাজটাইমস ডেস্ক:
২১ আগস্ট ২০২৪ ১৯:২৭
রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের রায়ের প্রেক্ষিতে বুধবার (২১ আগস্ট) দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে ইসি।
নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, “বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায় ও আদেশ অনুযায়ী ‘দ্য রিপ্রেজেনন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ চ্যাপ্টার ভিআইএ’ এর বিধান মোতাবেক প্রধান কার্যালয় সায়হাম স্কাই ভিউ টাওয়ার, ৪র্থ তলা, ৪৫ বিজয় নগর রোড, ঢাকা-১০০০ এ অবস্থিত আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করিয়াছে। উক্ত দলের জন্য “ঈগল” প্রতীক সংরক্ষণ করা হইয়াছে এবং উহার নিবন্ধন নং- ০৫০।”