2324

05/05/2024 রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারের দাবিতে ছাত্রমৈত্রীর মানববন্ধন

রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারের দাবিতে ছাত্রমৈত্রীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

৯ ডিসেম্বর ২০২০ ২৩:০০

রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী মহানগর ছাত্রমৈত্রী। বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার দাবিতে শহীদদের স্মরণে রাজশাহী নগরীতেই দেশের প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল। এরপর দীর্ঘদিনেও রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয়নি। আমরা অনেক আগে থেকেই রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়ে আসছি। এখন হয়তো সেই দাবি জোড়ালোভাবে আসছে। তবে আগামী ২১ ফেব্রুয়ারির আগেই কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হোক-এটি আমাদের প্রাণের দাবি।

বক্তারা আরও বলেন, রাজশাহীতে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ- এদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামের ইতিহাস ও স্মৃতিতে সমৃদ্ধ শিক্ষানগরী রাজশাহী। অথচ ঐতিহ্য বহনকারী এমন একটি শহরে শহীদদের স্মরণে কোন কেন্দ্রীয় শহীদ মিনার না থাকা যেমন ব্যর্থতা, তেমনই দুঃখজনক। ঢাকায় যেমন কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, তেমনি রাজশাহীতেও কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবি জানান মহানগর ছাত্রমৈত্রীর নেতারা।

মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি ওহদিুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি জুয়েল খান, রাজশাহী জেলার সভাপতি মনিরুল ইসলাম, মহানগর সাংগঠনিক সম্পাদক বিজয় সরকার, রাজশাহী কলেজ শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা, বোয়ালিয়া থানার সভাপতি জাহিদ হাসান। মানববন্ধনটি সঞ্চালনা করেন মহানগর ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক আরাফাত এইচ মারুফ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদকমন্ডলীর সদস্য মনিরুদ্দীন পান্না, নাজমুল করিম অপু, মনিরুজ্জামান মনির, মহানগর সদস্য অসিত পাল প্রমুখ।

এনএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]