23250

04/30/2025 বন্যায় চার জেলায় বিদ্যুৎহীন ছয় লাখ গ্রাহক

বন্যায় চার জেলায় বিদ্যুৎহীন ছয় লাখ গ্রাহক

রাজটাইমস ডেস্ক:

২১ আগস্ট ২০২৪ ২৩:২৮

ভারী বর্ষণের কারণে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে দেশের চার জেলা ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার অন্তত ছয় লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে। অনেক স্থানে বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ওঠায় ও বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। ফলে বন্যাকবলিত বিভিন্ন এলাকায় আজ

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত প্রায় ছয় লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ে। খবর বণিক বার্তার ।

এর মধ্যে সবচেয়ে বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় আছে নোয়াখালী ও ফেনীতে। নোয়াখালীর প্রায় চার লাখ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হলে আরো কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়তে পারে। সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

জানতে চাইলে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জিএম মো. জাকির হোসেন সন্ধ্যা ৭টার দিকে সংবাদ মাধ্যমকে বলেন, আমাদের এই সমিতিতে সাত লাখ ৬০ হাজার গ্রাহক রয়েছে। আমাদের কয়েকটি সাবস্টেশনসহ বিদ্যুৎ বিতরণকারী বেশিরভাগ এলাকায় এরই মধ্যে বন্যার পানি উঠে গেছে। ক্ষয়ক্ষতি ও ঝুঁকি এড়াতে ৫০ শতাংশের বেশি (প্রায় চার লাখ) গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। সন্ধ্যায় আমাদের অফিসের ভিতরেও পানি প্রবেশ করেছে।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার আকাশ কুসুম বড়ুয়া বলেন, বন্যার পানি ওঠায় এরই মধ্যে আমাদের চারটি সাবস্টেশন বন্ধ রাখা হয়েছে। চার লাখ ১৩ হাজার গ্রাহকের মধ্যে এক লাখ ৮৩ হাজারের বেশি গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]