04/29/2025 ঐতিহাসিক জয় অভ্যুত্থানে শহীদদের উৎসর্গ করলেন শান্ত
রাজটাইমস ডেস্ক:
২৫ আগস্ট ২০২৪ ১৮:৫৭
রোববার নাজমুল হোসেন শান্তর জন্মদিন। স্মরনীয় দিনে ঐতিহাসিক জয়ের সাক্ষি হয়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে পাওয়া সেই জয় তিনি উৎসর্গ করেছেন গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র-জনতাদের।
রাওয়ালপিন্ডিতে রোববার পাকিস্তানকে ১০ উইকেটে হারায় বাংলাদেশ। টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় এটি।
গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ পার করছে কঠিন সময়। সেই সাথে যোগ হয়েছে ভয়াবহ বন্যা। কঠিন এই সময়ে পাওয়া জয় বিশেষ মনে হচ্ছে শান্তর কাছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন শান্ত।
‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, আমাদের এই জয়টা তাদের উৎসর্গ করছি। তাদের জন্য অনেক অনেক দোয়া।’
আগের রাতে স্ত্রী ফোন করে জন্মদিনের কথা মনে করিয়ে দেন শান্তকে। সেই গল্প শুনিয়ে শান্ত বললেন, ‘আলহামদুলিল্লাহ, এই জয়টা বিশাল আমাদের জন্য।’
এর আগে পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্টের ১২টিতেই হেরেছিল বাংলাদেশ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে হতাশার এই গল্পের সমাপ্তি টানার প্রত্যয় ব্যক্ত করেছিলেন শান্ত। ম্যাচেও দরকে দেখা গেছে আত্মবিশ্বাসী। সবকিছু মনে করে শান্ত বলেন, ‘যখন আমরা সিরিজটা শুরু করেছিলাম, যখন বলেছিলাম, এবার আমরা জিততে চাই, সেটা বিশ্বাস থেকেই বলেছিলাম। বিশ্বাস ছিল, এবার আমরা বিশেষ কিছু করব। যেভাবে আমরা গত ১০-১৫ দিন পরিশ্রম করেছি, আমাদের মধ্যে বিশ্বাস ছিল, বিশেষ কিছু করতে পারব।’
১৯১ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচের নায়ক মুশফিকুর রহিম। নয়কের প্রতি উচ্ছ্বসিত প্রশংসা ঝরল অধিনায়কের কণ্ঠে।
‘মুশি ভাই অসাধারণ। যেভাবে তিনি ১৫-১৭ বছর ধরে খেলে যাচ্ছেন, প্রতিদিন নিজেকে তৈরি করছেন, এটা অবিশ্বাস্য। এই কন্ডিশনে ব্যাটিংয়ের জন্য যেভাবে তিনি নিজেকে তৈরি করেছেন, আমি খুব খুশি।’
সাথে অন্যদেরও কৃতিত্ব দিলেন অধিনায়ক, ‘আমি শুধু মুশি ভাইকে সব কৃতিত্ব দেব না, এই জয় দলের ১৫ জনের কঠোর পরিশ্রমের ফল। এই কৃতিত্ব সবারই পাওনা।’