23356

05/17/2025 এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও তার স্ত্রীর অ্যাকাউন্ট জব্দ

এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও তার স্ত্রীর অ্যাকাউন্ট জব্দ

রাজটাইমস ডেস্ক: 

২৫ আগস্ট ২০২৪ ২০:৫২

ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাছরিন ইসলামের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বিএফআইইউ।

আজ রোববার এ চিঠিতে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়।

চিঠিতে বলা হয়েছে, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী, সন্তান বা পরিবারের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তাও স্থগিত করা হয়েছে। অ্যাকাউন্ট জব্দের ফলে এখন থেকে তারা আর কোনো টাকা তুলতে পারবে না।

মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্থগিত করা হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিলাদি যেমন– হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী আগামী ৫ কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]