23368

04/29/2025 টেস্ট চ্যাম্পিয়নশিপে তিন ধাপ উন্নতি বাংলাদেশের

টেস্ট চ্যাম্পিয়নশিপে তিন ধাপ উন্নতি বাংলাদেশের

রাজটাইমস ডেস্ক: 

২৬ আগস্ট ২০২৪ ১১:২২

পাকিস্তান যখন ১ উইকেটে ২৩ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছিল, তখন কে ভেবেছিল রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশ জিতবে? পঞ্চম দিন লাঞ্চ বিরতির আগেই টাইগারদের জয়ের স্বপ্ন ডালপালা মেলে বহুদূর গড়ায়, সেই স্বপ্ন সত্যিই হয়েছে। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয় পেয়েছে লাল সবুজের প্রতিনিধিদল, তাও আবার পাকিস্তানের মাটিতে।

বোলারদের নিপুণতায় পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। ফলে নাজমুল হোসেন শান্ত বাহিনী লক্ষ্য পায় মাত্র ৩০ রানের। সহজে সেই লক্ষ্য অতিক্রম করেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম, বাংলাদেশ পায় ১০ উইকেটের জয়।

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এ জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। তিন ধাপ এগিয়ে টাইগারদের অবস্থান এখন ছয়ে।

নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরের তিন ম্যাচে টানা হারে টেবিলের ৯ নম্বরে নেমে যায় তারা। রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পর পরিবর্তন এসেছে পয়েন্ট টেবিলে। শ্রীলঙ্কার সমান ২৪ পয়েন্ট থাকলেও হেড টু হেডে টেবিলের ছয় নম্বরে টাইগাররা।

৯ ম্যাচে ৬ জয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। এরপরের তিনটি স্লট যথাক্রমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের দখলে। সাতে সাউথ আফ্রিকা, আটে পাকিস্তান আর তলানির দল ওয়েস্ট ইন্ডিজ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]