04/29/2025 টানা বৃষ্টিতে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন পরিত্যাক্ত
রাজটাইমস ডেস্ক:
৩০ আগস্ট ২০২৪ ১৩:৩৯
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। সাদা পোশাকের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়।
প্রথম টেস্ট জয়ে টাইগারদের চোখ এখন সিরিজ জয়ের দিকে। যেটি আজ বাংলাদেশ সময় সকাল ১১ টায় হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে। তবে বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হওয়ায় নির্ধারিত সময়ে টস হয়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত টানা বৃষ্টিতে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভেসে গেছে। দিনের বাকি সময়ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই প্রথম সেশন শেষ হওয়ার পরই ঘোষণা দেওয়া হয় প্রথম দিনের খেলা পরিত্যক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট। যেখানে টসটাও করা যায়নি দ্বিতীয় টেস্টের।