23535

04/29/2025 রাওয়ালপিন্ডিতে বড় পুঁজির লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ

রাওয়ালপিন্ডিতে বড় পুঁজির লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক:

১ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪৪

রাওয়ালপিন্ডিতে আরো একবার ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। প্রথম দিনটা বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করেই রেখেছে টাইগাররা। আজ তৃতীয় দিনের মতো মাঠে নামবে দুই দল। খেলা শুরু বেলা ১১টায়।

সিরিজের প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। পাকিস্তানকে ঘরের মাঠে টেস্ট হারায় ১০ উইকেটে। যা কিনা দলটার বিপক্ষেই টাইগারদের প্রথম জয়। এই জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে সাকিব-মিরাজরা। দেখছে পাকিস্তানের মাটিতে প্রথম সিরিজ জয়ের স্বপ্ন।

সেটা কতোটা সম্ভব, সময়ই বলে দেবে। তবে বাংলাদেশ যে চেষ্টা করছে তা বলা যায় অনায়াসে। দ্বিতীয় দিন বল হাতে পাকিস্তানকে সাধ্যের মাঝে গুটিয়ে দিয়ে নিয়ন্ত্রণ ধরে রেখেছেন মিরাজ-তাসকিনরা। টসে হেরে আগে ব্যাট করা পাকিস্তানের ইনিংস থেমেছে ২৭৪ রানে।

তিনটা ফিফটি এলেও ইনিংস বড় করতে পারেনি কেউ। থিতু হলেও ফিরতে হয় তাদের। সাইম আইয়ুবের ৫৮ রান ইনিংস সেরা। ৫৭ রান করেন শান মাসুদ। তাদের দু’জনের ১০৭ রানের জুটিই মূলত পাকিস্তানকে এতদূর টানে। বাকিরা সবাই ছিলেন আসা যাওয়ার মিছিলে

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরাও ইনিংস টানতে পারেননি। অবশ্য শেষ দিকে একাই লড়াই করেন আগা সালমান। লোয়ার অর্ডারদের সাথে ছোট ছোট জুটি গড়ে পূরণ করেন ফিফটি। তার ব্যাটেও আসে গুরুত্বপূর্ণ ৫৪ রান।

এদিকে বল হাতে প্রথম টেস্টের মতোই আলো ছড়ান মেহেদী মিরাজ। এবার পূরণ করেন ৫ উইকেটের মাইলফলক। যা তার টেস্ট ক্যারিয়ারের ১০ম বার ৫ উইকেটের রেকর্ড। এদিকে ১৪ মাস পর টেস্টে ফেরা তাসকিনও রাখেন অবদান। ৩ উইকেট যায় তার ঝুলিতে।

জবাবে ২ ওভার ব্যাট করতেই শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। এর মাঝে বিনা উইকেটে ১০ রান তুলেছে বাংলাদেশ। সাদমান ইসলাম ৬ ও জাকির অপরাজিত আছেন কোনো রান না করেই। লিড ভাঙতে এখনো চাই ২৬৪ রান।

তৃতীয় দিনে তাই যথাসম্ভব উদ্বোধনী জুটিটা টানতে চাইবে বাংলাদেশ। যত বড় করা যাবে এই জুটি, তত বাড়বে আত্মবিশ্বাস। টাইগাররা চাইবে প্রথম টেস্টের মতো বড় একটা ইনিংস গড়তে। যা গড়ে দেবে ব্যবধান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]